Friday, July 17, 2009

স্বপ্ন

তারপর সাগর বালুকা বেলায়
দুজনে দাড়ালাম এসে
আধম আর ইভ ।

জল গড়িয়ে পরছে চিবুক বেঁয়ে
ফোটায় ফোটায় বুকের অন্তরঙ্গতায়
কিছুটা তার নিঙড়ে দাও
পান করি ।

চোখে তোমার - চাঁদের আলো
স্বপ্নে ডুবায় পৃথিবী -
হায় স্বপ্ন ! কুসুমে কীট সম
ফুরাল না এ জীবনে ।


No comments:

Post a Comment